ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জুলাই ১৪, ২০২৫
ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হচ্ছে।

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন দলীয় নেতাকর্মীরা।

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল থেকেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু হয়েছে।  

জাপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁঞার নেতৃত্বে কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাকরাইল কার্যালয়ে স্থাপিত পল্লীবন্ধু এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, মো. শফিউল্লাহ শফি, মো. হেলাল  উদ্দিন, এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহমুদ আলম, মোড়ল জিয়াউর রহমান, শেখ সারোয়ার হোসেন, শেখ মোহাম্মদ শান্ত,মোস্তাইন বিল্লাহ, কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম রুবেল, জহিরুল ইসলাম মিন্টু, জাতীয় ছাত্র সমাজের সদস্যসচিব মো. আরিফ আলী প্রমুখ।  

ফুলেল শ্রদ্ধা জানানো শেষে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পার্টির ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী ইছারুহুল্লাহ আসিফ।

এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ