গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। এক পর্যায়ে তার গাড়িটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছায়। এসময় ১০-১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা করে। এতে তার গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন।
পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় শত শত লোক সেখানে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঢাকার উদ্দেশ্যে চলে যান হাসনাত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ক্রাইম/উত্তর) মো. রবিউল হাসান বাংলানিউজকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাসনাত ঢাকায় যাচ্ছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এতে তিনি আহত হন। তবে কে বা কারা এ হামলার ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
হাসনাতের গাড়িতে হামলার ঘটনাটির পরপরই এনসিপির একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। ’
কমেন্টবক্সে ঘটনাস্থলের লোকেশন দেন সারজিস। গাজীপুর চৌরাস্তার কাছাকাছি সড়ক দেখানো হয়েছে ম্যাপে।
অন্য আরেকটি পোস্টে কয়েকটি ছবি আপলোড করেন সারজিস। যেখানে কাচ ভাঙা গাড়ি ও হাসনাতের রক্তাক্ত হাত দেখা গেছে।
ক্যাপশনে এনসিপির এ নেতা লিখেছেন, হাসনাত যে গাড়িতে আসছিলেন। কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।
হাসনাতের গাড়িতে হামলার তথ্য জানিয়ে পোস্ট করেন এনসিপির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও। তিনি লেখেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। ’
এর আগে, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।
এসএএইচ