ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না: রহমাতুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, মে ২, ২০২৫
ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না: রহমাতুল্লাহ

বরিশাল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না।  

শুক্রবার (০২ মে) বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সমরাজি মন্দিরে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে যার যার ধর্ম পালন করবে। কোনো বৈষম্য কিংবা ভেদাভেদ থাকা উচিত নয়।  

রহমাতুল্লাহ বলেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে বিএনপি।  

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছিল বিএনপির কর্মীরা। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপদে দিনযাপন করে। অথচ বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্ত রয়েছে। এসব ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা জড়িত বলেও প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে।  

তিনি বলেন, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা ও দাঙ্গার পেছনেও আওয়ামী লীগের দোসররা প্রত্যক্ষভাবে জড়িত, এমন তথ্য পুলিশের তদন্তেও উঠে এসেছে।  

কোনো বিশেষ ধর্মের লোকেরা কোনো বিশেষ দলের হতে পারে না। তারা ভোটের অধিকার পেলে যার ইচ্ছা তাকে ভোট দেবে। আগামী দিনে সব ধর্মের মানুষ নির্ভয়ে তাদের পছন্দের দলকে ভোট দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।  

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, মন্দির কমিটির মনরঞ্জন শীল ও ডা. ধীরেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।  

এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।