ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব:  ইনু

কুষ্টিয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিতে চান জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

তিনি বলেছেন, প্রতিপক্ষ জোট থাকুন আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে।

আমি নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব।

তিনি জানান, এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এছাড়াও ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিকদলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।

রোববার (২৬শে নভেম্বর) দুপুরে ভেড়ামারায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর কাছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সংসদ সদস্য পদে নিজের মনোনয়নপত্র জমা দেন।  

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

ইনু বলেন, বিএনপি-জামায়াত এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে। তাই দেশে রাজনীতি এখন নিরাপদ নয়। সেই কারণে এখনও জোটের দরকার রয়েছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচন মাঠে আছি।  

ইনু আরও বলেন, তিনি জোটের প্রার্থী হিসাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন।

এসময় হাসানুল হক ইনু’র সহধর্মিণী আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ স্থানীয় জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে কোনো দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।