ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

লাল টি-শার্ট পরা ব্যক্তি কনস্টেবল মিজান, দাবি গণঅধিকার পরিষদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, আগস্ট ৩০, ২০২৫
লাল টি-শার্ট পরা ব্যক্তি কনস্টেবল মিজান, দাবি গণঅধিকার পরিষদের ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর বিজয়নগরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামানকে পেটানো লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ।

তাদের দাবি- ওই কনস্টেবলের নাম মিজানুর রহমান।

তার বিপি নং- ৯৭১৭১৯৭২৪৩।

শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই দাবি করা হয়।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও তার ফেসবুক পোস্টে একই দাবি করেন।

এই বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। যারা দাবি করছে তারা এটা বলতে পারবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ওই ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কার্যালয় ভবনের সিঁড়িতে বসে পড়া সম্রাটকে লাঠি হাতে বেধড়ক পেটাচ্ছেন লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যরা নিবৃত্ত করেন।

এসসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।