ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘অধ্যক্ষ মতিউর রহমান আজীবন দেশ ও মানুষের জন্য রাজনীতি করেছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, আগস্ট ২৮, ২০২৩
‘অধ্যক্ষ মতিউর রহমান আজীবন দেশ ও মানুষের জন্য রাজনীতি করেছেন’

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাবেক ধর্মমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।  

সোমবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক নেতা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অধ্যক্ষ মতিউর রহমান আজীবন দেশ ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তার মৃত্যুতে দেশ এক বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালো।  

একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাবেক ধর্মমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে একইভাবে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।