ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, নভেম্বর ২৯, ২০২২
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  

জানা গেছে, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (২৮ নভেম্বর) রাতের এ নৈশভোজে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম হানিফও অংশ নেন।

এসময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম হানিফ বাংলানিউজকে বলেন, নৈশভোজের আগে আমরা দুই দেশের নানান বিষয় নিয়ে কথা বলেছি। সম্পর্কটাকে কীভাবে আরও উন্নত করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্থনৈতিক জোনগুলো উদ্বোধন করেছেন সেখানে বিনিয়োগের অনেক সুযোগ হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে তাদের বিনিয়োগের বিষয়ে কথা বলেছি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।