ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে, কুয়েটছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে, কুয়েটছাত্রের মৃত্যু

জয়পুরহাট: নামতে গিয়ে পা ফসকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর হোসেন রাহুল (২২) নামে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটিতে কাটা পড়েন তিনি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত রাহুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালিপাড়া নাগরবন্দর গ্রামের মৃত শাহরিয়ার নাইসের ছেলে।

ওসি আরও জানান, রাহুল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লেদার প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার রাতে আন্তঃনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসে চেপে তিনি বাড়ি আসছিলেন। পথে ঘুমিয়ে পড়েন তিনি। শুক্রবার ভোর ৪টার দিকে ঘুম ভাঙার পর দেখেন ট্রেনটি জয়পুরহাট স্টেশন থেকে চলতে শুরু করেছে। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।