ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভৈরবে ২৪৬ বোতল বিদেশি মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
ভৈরবে ২৪৬ বোতল বিদেশি মদসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ২৪৬ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থানা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন-সিলেটের জকিগঞ্জ থানার ইয়াকুব আলীর ছেলে মাসুম আহমেদ (৩০) ও একই এলাকার শামসুর রহমানের ছেলে শরীফ মিয়া (২৮)।

ভৈরব থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছিলো। ফলে নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি থামানো হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগে থাকা মোট ২৪৬ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ পাওয়া যায়। এসময় প্রাইভেটকারে থাকা চালক মাসুম আহমেদ ও হেলপার শরীফ মিয়াকে আটক করা হয়।  

এ প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মোল্লা বাংলানিউজকে জানান, সিলেট সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।