ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের দিন চলবে শুধু চট্টগ্রাম মেইল ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
ঈদের দিন চলবে শুধু চট্টগ্রাম মেইল ট্রেন

ঢাকা: প্রতিবছরের মতো এবারও ঈদের দিন চলবে না কোনো আন্তঃনগর ট্রেন। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে চট্টগ্রাম মেইল ট্রেন।

রোববার (১৬ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ঢাকা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

মাসুদ সারওয়ার বলেন, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন আমাদের কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। শুধু ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চট্টগ্রাম মেইল চলাচল করবে। ওইদিন আর কোনো ট্রেন চলাচল করবে না। আবার ঈদের পরদিন থেকে কিছু কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১৯ জুন থেকে সবগুলো আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল করবে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।