ঢাকা: প্রতিবছরের মতো এবারও ঈদের দিন চলবে না কোনো আন্তঃনগর ট্রেন। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে চট্টগ্রাম মেইল ট্রেন।
রোববার (১৬ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ঢাকা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
মাসুদ সারওয়ার বলেন, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন আমাদের কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। শুধু ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চট্টগ্রাম মেইল চলাচল করবে। ওইদিন আর কোনো ট্রেন চলাচল করবে না। আবার ঈদের পরদিন থেকে কিছু কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১৯ জুন থেকে সবগুলো আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল করবে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এসসি/আরবি