ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডোমারে উপ-নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলেন ভেনাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
ডোমারে উপ-নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলেন ভেনাস

নীলফামারী: নীলফামারীর ডোমারে উপ-নির্বাচনে কেতকীবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হয়েছেন আসাদুজ্জামান ভেনাস।

বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওয়ার্ডের এক হাজার ২৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ফুটবল প্রতীকে ভেনাস পেয়েছেন ৬৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইয়াজুল ইসলাম বাধঁন মোরগ প্রতীকে পেয়েছেন ৫৭৭ ভোট ও জাহাঙ্গীর আলম নুরা পেয়েছেন ৪৬ ভোট।

ভোটগ্রহণ শেষে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান উক্ত ফলাফল ঘোষণা করেন। কেতকীবাড়ী ইউনিয়নের ১৭ নম্বর দক্ষিণ চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, উপ-নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য তফিজুল ইসলাম মৃত্যুবরণ করায় পদটি শূণ্য ছিল।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।