ঢাকা, রবিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জুন ২০২৪, ০১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২৪
বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ছুরিকাঘাতে আলী হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার শহরদীঘি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আলী হাসান বগুড়া সদর উপজেলার মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নাহর ছেলে। পেশায় ট্রাক চালকের সহকারী হাসান বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম রকি হত্যা মামলার আসামি ছিলেন।  

এ ঘটনায় জড়িত হাসানের বন্ধু সবুজ সওদাগর পলাতক রয়েছেন। সবুজ সওদাগরের বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ সওদাগর এক যুবককে ছুরিকাঘাত করে ঘরেই রেখে দিয়েছে জানতে পেরে এলাকার লোকজন সবুজের বাড়িতে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে। পরে আহত হাসানকে নিয়ে হাসপাতালে যায় সবুজ। সবুজ ও হাসান ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ছুরিকাঘাতে আলী হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত যুবক পলাতক রয়েছেন। আমরা তাকে আটক করতে অভিযান শুরু করেছি।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।