ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বোয়ালমারীতে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
বোয়ালমারীতে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখকে বিদ্যালয়ের হিসাব খাতে অনিয়ম করায় সাময়িক বরখাস্ত করেছেন ম্যানেজিং কমিটি।  

সোমবার (৩১ অক্টোবর) বরখাস্তের চিঠি সরকারি দপ্তরে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান কায়ূম।

এর আগে রোববার (৩০ অক্টোবর) বিকেলে ম্যানেজিং কমিটির সভায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

এ ঘটনায় প্রধান শিক্ষককে বরখাস্ত করে ম্যানেজিং কমিটির কো-আপ্ট সদস্য কামরুল গাজীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে প্রধান শিক্ষককের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন বিদ্যালয়ের সভাপতির কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।  

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শিলা পারভীন, শিক্ষক তপন সাহা, অভিভাবক সদস্য সুবল দেব নাথ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য চায়না বেগম।

জানা যায়, বিদ্যালয়ের হিসাবসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রধান শিক্ষক শাহজাহান শেখকে দুই বার পরপর কারণ দর্শানোর নোটিশ দেয় কমিটি। কিন্তু কারণ দর্শানো নোটিশের কোনো সন্তোষজনক জবাব দেননি প্রধান শিক্ষক।  

বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান কায়ূম বলেন, বিদ্যালয়ের হিসাব নিকাশ দেন না তিনি, নিয়মিত স্কুলে থাকেন না, স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে খাতাপত্র তার কক্ষে রেখে কক্ষ তালা দিয়ে চলে যান।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিশেষ সভার আহ্বান করা হয়। সেসময় সদস্য সংখ্যা কম উপস্থিত হওয়ায় সভাটি অনুষ্ঠিত হয়নি। পরে রোববার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের সভা কক্ষে ওই সভাটি অনুষ্ঠিত হবে বলে কমিটির সবাইকে জানিয়ে দেওয়া হয়। রোববার বিকেলে বিদ্যালয়ে গিয়ে দেখি প্রধান শিক্ষকের কক্ষ তালা দেওয়া। অন্য শিক্ষকদের কাছে প্রধান শিক্ষকের কথা জানতে চাইলে তারা বলেন, প্রধান শিক্ষক দুপুর ২টার দিকে স্কুল থেকে চলে গেছেন।

তিনি জানান, স্কুলে দুপুর ১টা থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছিল। প্রধান শিক্ষক কিভাবে পরীক্ষা চলাকালিন তার কক্ষ তালা দিয়ে সভাপতির কাছে না শুনে স্কুল থেকে চলে যান? তিনি রোববারের মিটিংয়ে প্রধান শিক্ষক শাহজাহান শেখকে ২০০৯ এর ৩৮ (চ) ধারায় সাময়িক বরখাস্ত করে সিনিয়র সহকারী শিক্ষক আবু সাহিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখের কাছে মোবাইল ফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন, সাক্ষাতে কথা বললো। ফোনে কোনো কথা বলবো না।

পরে প্রধান মো. শাহজাহান শেখ বলেন, বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ হবে। বিদ্যালয়ের অন্যান্য সদস্যদের প্রস্তাবে নিয়োগ কমিটির পাঁচজনের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য লক্ষণ চন্দ্রকে সদস্য করা নিয়ে সভাপতির সঙ্গে মূলত ঝামেলা। তাছাড়া সভাপতি যে অভিযোগে আমাকে বরখাস্ত করেছেন সে অভিযোগ সঠিক নয়।  

সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্তের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, এ ব্যাপারে ম্যানেজিং কমিটির তদন্তের পর তাদের সিদ্ধান্তই প্রধান্য দেওয়া হবে। তবে সর্বশেষ শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।