ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফারাক্কা দিবসে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ফারাক্কা দিবসে বরিশালে মানববন্ধন

বরিশাল: ভারতের কাছ থেকে পদ্মা ও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগ গ্রহণের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

 

বিপ্লবী কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।  

সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তার।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।