ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজাপুরে দু’টি চেক জালিয়াতির মামলায় তরুণী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
রাজাপুরে দু’টি চেক জালিয়াতির মামলায় তরুণী গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দু’টি চেক জালিয়াতির মামলায় আয়শা আক্তার সুমা (২২) এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১১ সেপ্টেম্বর) উপজেলা সদরের থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আয়শা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকার আব্দুল জলিল আকনের মেয়ে।  

পুলিশ জানায়, ২০২১ সালে আয়শাকে আসামি করে ঢাকার মতিঝিল ও যশোর থানায় পৃথক দু’টি চেক জালিয়াতির মামলা হয়। ওই দুই মামলায় তার নামে আদালত ওয়ারেন্ট জারি করায় পুলিশ তাকে গ্রেফতার করে।  

এছাড়া ওই তরুণীর নামে রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, রোববার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।