ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

মতলবে ২৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
মতলবে ২৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

চাঁদপুর: কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ২ হাজার ২৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার দশানি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযানে দুটি পরিত্যক্ত ঘর থেকে আনুমানিক ২ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উল্লাহ।

লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত আরও বলেন, জব্দকৃত ডিজেলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময় : ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।