ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাণ্ডারিয়ায় জালটাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
ভাণ্ডারিয়ায় জালটাকাসহ এক ব্যক্তি গ্রেফতার গ্রেফতার মো. কামাল সিকদার

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জালটাকার নোটসহ মো. কামাল সিকদার (৫৩) নামে জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।  

শনিবার (২৭ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল সিকদার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি, ডিবি দক্ষিণ) মো. আসলাম উদ্দিন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামে জালাল হাওলাদারের বাড়ি থেকে কামালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জালনোট (৫০ হাজার টাকা) জব্দ করা হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমার বিশ্বাস বাংলানিউজকে জানান, এ ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির ময় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।