ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফ্ল্যাটের জাল দলিল দেখিয়ে বিপুল ব্যাংকঋণ, গ্রেপ্তার ১০

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, মে ৩, ২০২৪
ফ্ল্যাটের জাল দলিল দেখিয়ে বিপুল ব্যাংকঋণ, গ্রেপ্তার ১০ প্রতীকী ছবি

ঢাকা: জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতা ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩ মে) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. আজাদ রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, শনিবার (৪ মে) দুপুর ১২ টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, মে ৩, ২০২৪
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।