ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরির প্রস্তাব পেলেন সেই চা-শ্রমিকের সন্তান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
চাকরির প্রস্তাব পেলেন সেই চা-শ্রমিকের সন্তান মৌলভীবাজার প্রশাসক ফুল দিয়ে বরণ করছেন সন্তোষকে। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শমশেরনগরের ফাঁড়ি কানিহাটি চা-বাগানের এক সংগ্রামী মা কমলি রবি দাস।  

সম্প্রতি তারই মেধাবীপুত্র সন্তোষ রবি দাসের একটি আবেগঘন পোস্ট জেলা মৌলভীবাজার প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসানের নজরে আসে।

সন্তোষ রবি দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন।  

রোববার (২১ আগস্ট) জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জেলা প্রশাসকের কার্যালয়ে সন্তোষকে আমন্ত্রণ জানান এবং তার মায়ের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসক সন্তোষকে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করার প্রস্তাব দেন।

এছাড়া আবুল খায়ের গ্রুপসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। তিনি এ ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জেলা প্রশাসককে জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জেলা প্রশাসকের কাছে সন্তোষের পরিবারকে সহায়তা করার জন্য এক লাখ টাকা পাঠান। জেলা প্রশাসক মন্ত্রীর পক্ষ থেকে সেই আর্থিক অনুদান সন্তোষের হাতে তুলে দেন।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকরা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই সন্তোষ রবি দাসের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।