ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেবহাটায় দুদিনে ১০ টন রাসায়নিক মেশানো অপরিপক্ব আম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ২, ২০২৪
দেবহাটায় দুদিনে ১০ টন রাসায়নিক মেশানো অপরিপক্ব আম জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় দুদিনে প্রায় ১০ হাজার কেজি (১০ টন) রাসায়নিক দিয়ে পাকানো গোবিন্দভোগ আম জব্দ করেছে উপজেলা প্রশাসন।  

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১ মে) রাতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান উপজেলার সখিপুরে এবং বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার কুলিয়া ইউনিয়নের বহেরায় পৃথক অভিযান পরিচালনা এসব আম জব্দ করেন।

পরে জব্দকৃত আম সখিপুর ফুটবল মাঠে প্রকাশ্যে গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়াসহ নানা জাতের সুস্বাদু আমে সারা দেশে এ জেলার পরিচিতি, সুনাম ও ঐতিহ্যকে বহন করে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে অপরিপক্ব আম রাসায়নিক দিয়ে পাকিয়ে সারা দেশে সরবরাহের মধ্যদিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। এতে একদিকে দেশজুড়ে সাতক্ষীরার আমের সুনাম যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে রাসায়নিক মেশানো আম খাওয়ার ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। এজন্য অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।