ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশাল বি‌সি‌কে জুতা কারখানার আগুন নাশকতা হ‌তে পা‌রে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
বরিশাল বি‌সি‌কে জুতা কারখানার আগুন নাশকতা হ‌তে পা‌রে

বরিশাল: নগরী‌র বি‌সিকে জুতার কারখানা ফরচুন সুজ লি‌মি‌টে‌ডের আগুন নেভা‌নো হ‌য়ে‌ছে। ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেস্টায় শ‌নিবার (২০ আগস্ট) বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদি‌কে তাৎক্ষ‌ণিক ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ জানা না গেলেও প্রতিষ্ঠানটির চেয়ারম‌্যানের দাবি দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র থাক‌তে পা‌রে।

শ‌নিবার বিকেল ৩টার দি‌কে ফরচুন সুজ কারখানার স্টোর রু‌মে আক‌স্মিক আগুনের  সূত্রপাত হয়। সেই আগুন নেভা‌তে গি‌য়ে বেশ ক‌য়েকজন আহত ও অসুস্থ হ‌য়ে‌ছেন।

প্রত‌্যক্ষদর্শী ফরচুন সু‌জের কর্মী রা‌বেয়া আক্তার ব‌লেন, আগুন কীভা‌বে লে‌গে‌ছে বলতে পার‌বে না। ত‌বে, মুহূর্তের ম‌ধ্যে সব অন্ধকার হ‌য়ে যায়। এরপর আমরা দৌ‌ড়ে কারখানা থে‌কে বের হই। যেখা‌নে আগুন লে‌গেছে সেটা স্টোর রুম।   পোড়া গ‌ন্ধে অনে‌কে অসুস্থ হ‌য়ে প‌ড়ে‌ছেন।

রা‌ব্বি খান না‌মে আরেক কর্মী ব‌লেন, কারখানার দ্বিতীয় তলার স্টোর রু‌মে ওয়‌্যা‌রিংয়ের কাজ চল‌ছি‌লে। সেখান থে‌কেই আগু‌নের উৎপ‌ত্তি হতে পা‌রে।

এদি‌কে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হ‌লেও শিপমেন্ট থাকায় ৬০ জন শ্রমিক নিয়ে কাজ চলছিল ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কর্মকর্তারা।

ফরচুন সু‌জ কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ডি‌জিএম) মোখ‌লেসুর রহমান ব‌লেন, মেটা‌রিয়াল স্টোর রু‌মের প‌শ্চিম পা‌শে আগুন লে‌গে‌ছি‌লে, সেখা‌নে কিছু ফাইলপত্র ছি‌লে। ফায়ার সা‌র্ভিস ১০ মি‌নি‌টের ম‌ধ্যে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু ক‌রে।

ফরচুন সু‌জের শাখা প্রতিষ্ঠান প্রিমিয়ার সু‌জের ব্যবস্থাপক (প্রশাসন) জা‌কির হো‌সেন ব‌লেন, মূলত স্টোর রু‌মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। কিন্তু কীভা‌বে আগুন লেগে‌ছে তা বল‌তে পার‌ছি না। কিছু মূল‌্যবান জি‌নিস অর্থাৎ কিছু ক‌ম্পিউটার ও ফাইলপত্র বের কর‌তে পে‌রে‌ছি। তবে, সোট কী প‌রিমাণ ক্ষ‌তি হ‌য়ে‌ছে তা বলতে পার‌ছি না।

ফায়ার সা‌র্ভিসের গুদাম পরিদর্শক আব্বাস উদ্দিন ব‌লেন, জুতা তৈরি‌তে যে মালামাল দরকার হয় সেই স্টো‌রে আগুন লেগে‌ছে। আগুন নিয়ন্ত্রণে এসে‌ছে বিকেল ৫টার দি‌কে।

ফরচুন সুজের চেয়ারম‌্যান মিজানুর রহমান ব‌লেন, যেখা‌নে কো‌নো বৈদ‌্যু‌তিক লাইন নেই, আবার যে রু‌মে কেউ অনুমতি ছাড়া ঢুক‌তে পা‌রে না সেই রু‌মে আগুন লাগাটা অস্বাভা‌বিক। আমার ধারণা কেউ ষড়যন্ত্রমূলকভা‌বে আগুন লা‌গি‌য়ে‌ছে। এছাড়া কো‌নো হতাহত হয়‌নি এই ঘটনায়। মোট কত টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে সেটা নিরুপ‌নে সময় লাগ‌বে।

ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশ‌ন ব‌রিশা‌লের উপ প‌রিচালক মিজানুর রহমান ব‌লেন, ব‌রিশা‌লের বি‌সিক এলাকায় ফরচুন সু‌জে কারখানার দ্বিতীয় তলার এক‌টি ভব‌নের স্টোর রু‌মে অগ্নিকা‌ণ্ড ঘ‌টে‌ছে। আমা‌দের ৬‌টি ইউনি‌ট কা‌জ ক‌রে আগুন নিয়ন্ত্রণে এনে‌ছে। কীভা‌বে আগুন লে‌গে‌ছে সেটা তদন্ত ক‌রে বের করা হ‌বে।

এদি‌কে বি‌সিক এলাকার ব‌্যবসায়ীরা বি‌ভিন্ন সময় এই শিল্পনগরী‌তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ফায়ার সা‌র্ভিসের এক‌টি সাব স্টেশন স্থাপ‌নের দাবি জা‌নি‌য়ে‌ছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।