ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পেট্রোল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
পেট্রোল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাণে কম দেওয়ার অপরাধে এস রাফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামদী আলুর স্টোর বাজারে অবস্থিত এস রাফা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

 

এসময় উপস্থিত ছিলেন-জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ জেলা পুলিশের একটি তদারকি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে এস রাফা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, এ ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ১৩০ এমএল, অকটেনে ১২০ এমএল এবং ডিজেলে ১৫০ এমএল কম পাওয়া যায়। পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এস রাফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।