ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাদুল্যাপুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
সাদুল্যাপুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট তাইফুর রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেরাজাম মুনিরা সুমি।

তিনি জানান, সাদুল্যাপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ঘাঘট ব্রিজ, জামুডাঙ্গা এবং মহিষবান্দি এলাকা থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসাধারণ সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

তিনি বলেন, আটক অবৈধ জালগুলোর মধ্যে রয়েছে ঘনফাসের চায়না দুয়ারী জাল তিন হাজার ৭০০ মিটার আর হালকা ফাসের কারেন্ট জাল ৮০০ মিটার।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা বেগম বাংলানিউজকে জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধভাবে মাছ শিকারিদের অভিযান পরিচালিত হচ্ছে। যা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।