ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় তেল-গ্যাস রক্ষা কমিটির বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
খুলনায় তেল-গ্যাস রক্ষা কমিটির বিক্ষোভ

খুলনা: তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নগরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

 
  
স্বনির্ভর ও পরিবেশবান্ধব জ্বালানি নীতির বদলে আমদানি নির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে এ মন্তব্য করে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা শাখার নেতারা বলেন, দেশে গ্যাস সম্পদ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস থাকলেও কমিশনভোগী এবং কতিপয় গোষ্ঠীকে লাভবান করতে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে। সারাদেশে লোডশেডিংসহ বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি প্রচণ্ড নাজুক। ফলে সারাদেশে স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। জনগণের করের হাজার হাজার কোটি টাকা প্রতিবছর ভর্তুকির নামে অপচয় করলেও সংকট এড়ানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে আবারও বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির অপচেষ্টা চলছে। এ অপচেষ্টা রুখে দিতে হবে।

বক্তারা বলেন, গ্যাস অনুসন্ধান, উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, শিল্প–কৃষিসহ ঘরে ঘরে সুলভে পরিবেশবান্ধব বিদ্যুৎ দিতে জাতীয় কমিটি ও বিশেষজ্ঞরা বারবার বলে আসছিলেন। কিন্তু এসব মতামত উপেক্ষা করা হয়েছে।  

আমদানি নির্ভরতার কারণে এখন যে সংকট তৈরি হয়েছে, তার দায় সাধারণ মানুষ নেবে না। এ দায় সরকারকে নিতে হবে।  

বক্তারা আরও বলেন, বর্তমান সংকট সামনে রেখে নানা মহল বিদ্যুৎ উৎপাদনের নামে হীন স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাবে। এ বিষয়ে সতর্ক থেকে পরিবেশবান্ধব জ্বালানির দাবি ও অপ্রয়োজনীয়, ক্ষতিকর প্রকল্প বন্ধের দাবিতে আন্দোলন অব্যাহত রাখতে হবে। সমাবেশ থেকে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি জনজীবন, কৃষি, শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সব ধরনের বিলাসী কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়।

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বর্তমান সঙ্কটের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় জাতীয় কমিটি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এস এ রশীদ। বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য কাজী দেলোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য আবদুল করিম।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।