ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাইক কিনে দেওয়ার পরদিনই ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বাইক কিনে দেওয়ার পরদিনই ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত ফাইল ফটো

নড়াইল: নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এসএসসি পরীক্ষার্থী হাকিম মোল্যা (১৬) নিহত হয়েছে। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাকিম মোল্যা সদরের ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্যার ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার মফিজুর মোল্যা তার ছেলে হাকিম মোল্যাকে নতুন মোটরসাইকেল কিনে দেন। সোমবার (১৮ জুলাই) বিকেলে মোটরসাইকেলে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় নড়াইলের গোবরা-নওয়াপাড়া সড়কের আগদিয়া চর এলাকায় নওয়াপাড়া থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে আহত হয় হাকিম। এ অবস্থায় স্থানীয়রা হাকিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) মো. মাহমুদুর রহমান ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়:   ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।