ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

শুক্রবারে তীব্র গরমেও পার্কে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
শুক্রবারে তীব্র গরমেও পার্কে ভিড়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন পার্কে ঈদের পরের প্রথম শুক্রবারে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে নগরীর চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে এ ভিড় দেখা যায়।

এ সময় তীব্র গরমে ঘেমে গেলে পার্কের ছায়ায় বসে বিশ্রাম নিতে দেখা গেছে পার্কে আগতদের।

এছাড়া পঞ্চবটী অ্যাডভেঞ্চার ল্যান্ড, লিংক রোডের নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কসহ বিভিন্ন স্থানে গরম উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

চৌরঙ্গী পার্কে বেড়াতে আসা হাসান আবদুল্লাহ জানান, ঈদে কোথাও যাইনি তাই ছুটির দিন সন্তানদের নিয়ে এখানে আসা। তীব্র গরম তবে ছায়ায় বিশ্রাম নিচ্ছি। সূর্য ডুবলে কিছুটা বাতাস গায়ে লাগবে।

পার্কের মালিক আব্দুস সাত্তার জানান, গরমটা বেশি। আমাদের পরিবেশ চারিদিকে গাছে ঘেরা। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নদীর পাড়ের বাতাস। গরমে এখানে আগতরা বিশ্রামও করতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।