ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১৬, ২০২৪
মাদারীপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর: জেলায় সিগারেট কেনাবেচার রশিদ দেখাতে না পারা এবং সারের দোকানে সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ মে) শহরের পুরান বাজারে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে পাইকারি দোকান মনির স্টোর নামের একটি দোকানে সিগারেটের কৃত্রিম মজুদ করা হয়। এ সময় সিগারেট কেনাবেচার রশিদ দেখাতে না পারায় ওই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শওকত স্টোর নামের দোকানে মালিক কীটনাশক ও সারের ডিলার হওয়া সত্ত্বেও সিগারেট বিক্রি করছেন। এর দায়ে তাকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি দোকানে অভিযান চালানো হয়। পরে তাদের জরিমানা আদায় ও সতর্ক করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।