ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিকেতনে এসি বিস্ফোরণ, যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২২
নিকেতনে এসি বিস্ফোরণ, যুবকের মৃত্যু ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনের ধোয়ায় মাসরুর আহমেদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ জুন) সকালে গুলশানের নিকেতনে ‘ইসলাম ম্যানসন’-এর ছয় তলায় এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় মাসরুরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬ তলা থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে।  

তেজগাঁওয় ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, সকালের দিকে সংবাদে নিকেতনের ‘ইসলাম ম্যানসনে’ ছয় তলায় গিয়ে অচেতন অবস্থায় রায়হানকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, বাসার ভেতরে ওই যুবক একাই ছিলেন। প্রচণ্ড ধোয়া ছিল, অগ্নিকাণ্ডে এসি পুড়ে গেছে। হতে পারে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে রায়হানের শরীরে তেমন দগ্ধের চিহ্ন ছিল না। প্রচন্ড ধোঁয়ার কারণে তিনি অচেতন হয়ে পড়েন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ৬ তলায় এসি বিস্ফোরণের কারণে এক যুবকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।