ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে বাল্যবিয়ে পড়ানোর সময় ইমাম আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১০, ২০২২
শিবগঞ্জে বাল্যবিয়ে পড়ানোর সময় ইমাম আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বাল্যবিয়ে পড়ানোর সময় এক ইমামকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া সগরপাড়া গ্রামে মো. জুল্লুর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোবারকপুর ইউনিয়ন টিকরী গ্রামের রফিকের ছেলে তরিকুল ইসলামের (১৭) সঙ্গে মোবারকপুর ওপরটোলা গ্রামের মঈন আলীর মেয়ে মলি (১৫) খাতুনের বিয়ে হচ্ছিল। সেখানে আনসার সদস্য শহীদ ইসলামের সহযোগিতায় বিয়ে পড়ানোর ঈমাম আবু বক্কারকে আটক করা হয়। এ সময় বর-কনেসহ বাড়ির অন্যান্যরা বিষয়টি টের পেয়ে পালিয়ে যান।

পরে অভিযুক্ত ঈমামকে আটকের পর তিনি দোষ স্বীকার করলে রাতেই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত।

ইউএনও আবুল হায়াত বাংলানিউজকে বলেন, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।