ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসস্ট্যান্ডে তরুণীকে ধর্ষণের চেষ্টা, বাঁচাতে গিয়ে প্রহরীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুন ৪, ২০২২
বাসস্ট্যান্ডে তরুণীকে ধর্ষণের চেষ্টা, বাঁচাতে গিয়ে প্রহরীর মৃত্যু  রামগঞ্জ বাসস্ট্যান্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রামগঞ্জে বাসের মধ্যে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এ সময় বাধা দিতে গেলে ধ্বস্তাধস্তির সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান (৫০) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু  হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধারের পর আজাদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মে) রাত ৮টার দিকে রামগঞ্জের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।  

মৃত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখীল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত রামগঞ্জের জননী নামের একটি বাসে উঠে পড়েন। রামগঞ্জে পৌঁছানোর পর ঘটনাটি ওই বাস চালক ও হেলপারকে জানালে তারা ভুক্তভোগীকে চট্টগ্রামগামী একটি বাসে বসতে বলেন। পরে জননী বাসের হেলপার আজাদ ও কিছু স্থানীয় বখাটে যুবক সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে বাসস্ট্যান্ডের নৈশ প্রহরী শাহজাহান এগিয়ে আসেন। পরে তাদের  সঙ্গে বাগবিতণ্ডা ও ধ্বস্তাধস্তির একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলানিউজকে বলেন, কয়েকজন বখাটে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে তিন জনের নামে থানায় মামলা দিয়েছেন। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা,  জুন ০৪, ২০২২ 
ইআর


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।