ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুন ২, ২০২২
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু  ফাইল ছবি

ভোলা: ভোলা সদর উপজেলার ঘুইংঘারহাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোহী দু’জন স্কুলছাত্র।

 

বৃহস্পতিবার (২ জুন) সকালের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আরিফ জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

আহত দু’জন হলো- হাসিব (১৭) ও এমরান (১৬)।

জানা গেছে, সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে দৌলতখান থেকে ভোলার দিকে যাচ্ছিল তিন ওই স্কুলছাত্র। পথে ঘুইংঘারহাট এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে তিন আরোহী। গুরুতর আহতাবস্থায় তিন স্কুলছাত্রকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।  

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।