ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাষা সৈনিকের ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাষা সৈনিকের ছেলের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদের বড় ছেলে আজিজার রহমান ওরফে বাবলুর (৬০) মৃত্যু হয়েছে।

শুক্রবার(১০ মে) সন্ধ্যায় লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজার রহমান বাবলু। পার্শ্ববর্তী লোকজন বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত লিখিতভাবে কেউ জানায়নি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।