ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ১, ২০২২
টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

টাঙ্গাইল: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের শিশু ও বাসিন্দাদের মধ্যে দুধ ও ডিম বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুন) সকালে ‘পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন টেকসই দুগ্ধ শিল্প’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে সদর উপজেলার বাউসা আশ্রয়ণ প্রকল্পে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আতাউল গনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রানা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এতে স্বাগত বক্তব্য দেন- দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।