ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের পাশে বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ২৯, ২০২২

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।  

রোববার (২৯ মে) দুপুরে বসুন্ধরা গ্রুপের দেওয়া ত্রাণ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল ও মুড়ি।
 

জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আনোয়ার-উল-হাকিম।

বসুন্ধরা গ্রুপের পক্ষে ত্রাণ হস্তান্তর করেন বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল। এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।  

জানা যায়, বসুন্ধরা গ্রুপের তিন হাজার প্যাকেট ত্রাণ জেলার ছাতক, দোয়ারাবাজার ও সদর উপজেলা এবং সুনামগঞ্জ ও ছাতক পৌরসভাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।