ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

নওগাঁয় বাবার বাইক থেকে পড়ে ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, মে ২৫, ২০২২
নওগাঁয় বাবার বাইক থেকে পড়ে ছেলের মৃত্যু

নওগাঁ: নওগাঁর রানীনগরে ট্রাক চাপায় আব্দুল্লা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন পিতা মো. জাহাঙ্গীর।

বুধবার (২৫ মে) দুপুরে রানীনগর-নওগাঁ সড়কের হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার গোলচত্বর এলাকা থেকে মোটরসাইকেলে করে ছেলে আব্দুল্লাকে নিয়ে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। এসময় হাসপাতাল গেট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি সিএনজির ধাক্কায় তারা রাস্তায় পড়ে যান। পরে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেলে থাকা শিশু ও তার পিতা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন। আর আহত জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।