ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সরকারের পতনের প্রায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী আগস্ট মাসে। আর সেই ক্ষমতাচ্যুতির শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে।
ছাত্র-জনতার বীরত্বগাঁথা সেই জুলাইয়ের নানা ঘটনা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ব্যবহারকারীরা। সেসব দেখে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (৩০ জুন) রাত ১টার দিকে দেওয়া নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে!
তিনি আরও লেখেন, জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে, যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও আত্মাটা এক।
এসসি/আরবি