ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

যমুনার আরিচা পয়েন্টে পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মে ২৩, ২০২২
যমুনার আরিচা পয়েন্টে পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচার যমুনা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২ দশমিক ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক মো. ফারুক হোসেন।

তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১২ ঘণ্টায় আরিচার যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়েছে। আরও ৪-৫ দিন এই পানি বাড়তে পারে। তবে গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে ৬ দশমিক ৩৯ সেন্টিমিটার আছে। আরিচার যমুনা পয়েন্টের পানির বিপৎসীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৫৪ সেন্টমিটার। উজান থেকে নেমে আসা পানি যমুনা নদী ও কিছু পানি আশপাশের শাখা শুকনো নদীতে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।