ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে কমিটি, আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, সেপ্টেম্বর ১৭, ২০২৫
প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে কমিটি, আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভা

প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

দুপুর আড়াইটায় শুরু হওয়া সভায় বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমাধারী প্রকৌশলীদের মধ্যে চলমান পেশাগত বিরোধ, দাবি ও অবস্থান পর্যালোচনা করে যৌক্তিকতা যাচাইয়ের লক্ষ্যে আলোচনার ভিত্তিতে একটি সময়সীমা নির্ধারণসহ সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত হয়।  

সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, পেশাগত বিরোধ নিরসনে একটি কার্যকর, বাস্তবভিত্তিক ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতেই এই কমিটি কাজ করবে। যতদিন না কমিটির সুপারিশ আসছে, আন্দোলন স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।