ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

জকিগঞ্জে উজানের ঢলে ভাঙলো ৩ নদীর মোহনার ডাইক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, মে ২০, ২০২২
জকিগঞ্জে উজানের ঢলে ভাঙলো ৩ নদীর মোহনার ডাইক

সিলেট: সিলেটের জকিগঞ্জে বারোঠাকুরী এলাকায় বরাক মোহনায় সুরমা-কুশিয়ারা উৎসস্থলের ডাইক ভেঙে গেছে। ডাইকটি ভেঙে প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত হচ্ছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।

  

বৃহস্পতিবার (১৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ডাইকটি স্রোতের তোড়ে ভেঙে গেছে, এমনটি জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন মর্তুজা ডাইক ভাঙার খবর এলাকায় প্রচার করেন।  

ডাইক ভাঙার সঙ্গে সঙ্গে বারোঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।  

স্থানীয়রা আশঙ্কা করছেন, ডাইক ভাঙার কারণে সুরমা-কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে বন্যার পানি বৃদ্ধি পাবে।  

এ বিষয়ে জানতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে কল দিলেও রিসিভ না করায় প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মে ২০, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ