ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

তেল মজুদ ১৪ লিটার, জরিমানা ২০ হাজার! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ১৩, ২০২২
তেল মজুদ ১৪ লিটার, জরিমানা ২০ হাজার! 

ময়মনসিংহ: ময়মনসিংহে এক ব‍্যবসায়ীর দোকানে ১৪ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শুক্রবার (১৩ মে) দুপুর দেড়টায় নগরীর মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পালের দোকানে এ অভিযান চালানো হয়।

 

ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ওই দোকানে পুরোনো দামের সয়াবিন তেল মুজদ করে লুকিয়ে রাখা হয়েছিল। পরে দোকানের পেছনে মজুদ রাখা অবস্থায় এই তেল উদ্ধার করা হয়।  

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ‍্যমে এই ব‍্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি আরও বলেন, বাজারে তেলের সংকট থাকলেও ঈদের আগে কেনা পুরোনো দামের তেল এখনো মজুদ রয়েছে। তাই বর্তমানে সেই তেল উচ্চমূল্যে বিক্রি অপরাধ।  

পরে জব্দকৃত ১৪ লিটার তেল উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।