ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘রৌপ্য ব্যাঘ্র’ পদক পেলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
‘রৌপ্য ব্যাঘ্র’ পদক পেলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র’ অর্জন করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান, যুগ্মসচিব মো. আসাদুজ্জামান, নুরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।  

অ্যাওয়ার্ড সাইটেশনে বাংলাদেশ স্কাউটস জানায়, নিবেদিত প্রাণ স্কাউটার ফরিদ আহাম্মদ ছাত্রজীবনে একজন রোভার স্কাউট ছিলেন। বয়স্ক নেতা হিসেবেও স্কাউটিংয়ের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নিরবচ্ছিন্নভাবে ৩৫ বছর ধরে অবদান রেখে যাচ্ছেন। স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন, সম্প্রসারণ, ব্যবস্থাপক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন, মুক্ত স্কাউট গ্রুপ/ইউনিট পরিচালনার সব পর্যায়ে নিরবচ্ছিন্ন ও অব্যাহতভাবে অত্যন্ত নিষ্ঠা, বিশ্বস্ততা ও দক্ষতার সঙ্গে তার ওপর অর্পিত সব দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করেছেন। সুদীর্ঘকাল স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারণে তার অনবদ্য, ধারাবাহিক ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘রৌপ্য ব্যাঘ্র’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো।

আগামী ২ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এ পদক দেবেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।