ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কারো প্ররোচনায় টিটিইকে বরখাস্ত করলে ডিসিও শাস্তি পাবেন 

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মে ৮, ২০২২
কারো প্ররোচনায় টিটিইকে বরখাস্ত করলে ডিসিও শাস্তি পাবেন 

পাবনা (ঈশ্বরদী): রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে তিন ট্রেনযাত্রীর সঙ্গে অসদাচারণের দায়ে বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলাম (৩৮) বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তদন্তের মেয়াদকাল বৃদ্ধি করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। কারো প্রচোরণায় প্রভাবিত হয়ে টিটিই শফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা প্রমাণিত হলে যিনি বরখাস্ত করেছেন তাকেও শাস্তি পেতে হবে।

 

রোববার (৮ মে) দুপুর ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের সামনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। দুপুর ১২টায় বরখাস্ত আদেশ প্রত্যাহার করে আরও দুই কার্যদিবসে তদন্তের মেয়াদকাল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, রোববার (৮ মে) সকাল ৯টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরের বাণিজ্যিক কার্যালয়ে অভিযুক্ত ওই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে বসে থাকতে দেখা গেলেও দুই ঘণ্টা অতিবাহিত হলেও এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দেখা মেলেনি।

বুধবার (৪ মে) রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন ছাড়ার পর এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ মে) ঈশ্বরদী হেডকোয়াটার্সের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের আদেশে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কার্যালয়ে দেখা করার আদেশ দেওয়া হয়।

সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, পাকশী বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক দফতরে অভিযুক্ত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সকাল থেকে বসিয়ে রাখা হয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত দেখা মেলেনি কোনো তদন্ত কর্মকর্তার।  

ঈশ্বরদী জংশন স্টেশন সূত্রে জানা যায়, বুধবার (৪ মে) রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে তিনটি সিট ফাঁকা ছিল। খুলনা থেকে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তিনজন যাত্রী টিকিটে এসি কেবিনে চড়ে বসে।

এসময় কর্তব্যরত টিকিট পরীক্ষক শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে ওই ট্রেন যাত্রীরা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই শরিফুল বিষয়টি পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) কে.এম নুরুল আলমকে মোবাইলে অবগত করলে তিনি এসির টিকিট না করিয়ে সাধারণ কোচের টিকিট কাটতে নির্দেশ দেন। এসময় ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ৩৫০ টাকা করে ১ হাজার ৫০ টাকা নিয়ে সুলভ শ্রেণির টিকিট কাটানো হয়। পরে ঢাকায় পৌঁছে ওই তিন ট্রেনযাত্রী রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে এক লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে নির্দেশ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন ওই টিটিকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

এ ব্যাপারে শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি রেলওয়ের জন্য কাজ করি। দেশের জন্য কাজ করি। যেহেতু চাকরিতে যোগদানের সুযোগ দিয়েছে আমি খুশি।  

পাকশী রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ইকবাল হায়দার বাংলানিউজকে বলেন, একজন রেল-কর্মচারীকে ঘটনার পরিপ্রেক্ষিতে সময় নিয়ে তদন্ত করে সাময়িক বরখাস্ত করার নিয়ম রেলওয়েতে আছে। তবে ডিসিও কেন দ্রুত কেন সাময়িক বরখাস্ত করলেন কার প্রচোরণায়, তিনি ভালো জানেন।  

এদিকে অভিযুক্ত টিটিই’র প্রশংসা করে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী সংস্থাপন কর্মকর্তা গোলাম কিবরিয়া মধু বাংলানিউজকে জানান, টিটিই যে তার দায়িত্ব তিনি পালন করেছেন এটা যথার্থ। কে কার আত্মীয়? কে কার স্বজন? সেটা বড় কথা না। একজন বিনা টিকিটের যাত্রী গাড়িতে উঠতে পারবে না। রেলওয়ের নিয়মনীতি অনুযায়ী যদি কেউ বিনা টিকিটে কেউ ট্রেনে গন্তব্য থেকে আসা স্টেশন থেকে কিন্তু জরিমানাসহ ভাড়া আদায় করার নিয়ম আছে। আমি বিস্মিত হয়েছি, কি কারণে বরখাস্ত কিভাবে ডিসিও সাময়িক বরখাস্ত করেন, আমি বিস্মিত হয়েছি। আমি বিষয়টি ঘৃণার চোখে দেখছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, যদি পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) কারো প্ররোচনায় প্রভাবিত হয়ে সাময়িক বরখাস্ত করে থাকেন, যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রেলওয়ের আছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয় তাকে পুরস্কৃত করা হবে।  

ডিআরএম শাহীদুল ইসলাম আরও বলেন, ওই টিটিই এর সাময়িক বরখাস্ত হওয়া আদেশটি প্রত্যাহার করে তাকে চাকরিতে যোগদান করতে বলা হয়েছে। তদন্ত কমিটি তদন্ত চালাতে বলা হয়েছে। মেয়াদ বাড়িয়ে আরও দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। টিটিই শফিকুল যেন কোনো অবিচার কিংবা ষড়যন্ত্রের স্বীকার না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।  

আরও পড়ুন
>>> সেই টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ০৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।