ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

আবদুল মুহিতের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
আবদুল মুহিতের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মরহুম মুহিতের ছোট ভাই, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

শনিবার (৩০ এপ্রিল) এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মরহুম মুহিতের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং একইসঙ্গে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

তিনি মরহুম মুহিতের অসাধারণ ব্যক্তিত্ব, মানবিক গুণাবলী, দেশপ্রেম এবং বর্ণাঢ্য কর্মজীবনে দেশ ও জনসাধারণের কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।