ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল: বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে মির্জাপুরের গোড়াই নাহিদ কটনমিলের শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ৫টার দিকে অবরোধ শুরু করে তারা।

এতে করে মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ঈদে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, নাহিদ কটন মিলের শ্রমিকদের ঈদ উপলক্ষে বোনাসসহ বেতন না দিয়ে মালিকপক্ষ তাদের বোনাস না দিয়ে শুধু অর্ধেক বেতন দিতে চাচ্ছেন। এ কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাদ বাংলানিউজকে জানান, শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।