ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আলেয়ার স্বপ্ন পূরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
আশ্রয়ণ প্রকল্পের ঘরে আলেয়ার স্বপ্ন পূরণ 

জামালপুর: জামালপুরের সদরসহ ৭টি উপজেলার ২০০ ভূমিহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২ কক্ষের একটি করে সেমি পাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়তায় ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের উদ্বোধন করেন।

ঘর পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

ঘর পাওয়া আঙুরী বেগম জানান, জীবনে কখনো ভাবতেই পারি নাই, পাকা ঘরে থাকব। কিন্তু শেখ হাসিনা আমাদের সেই পাকা ঘরে থাকার সুযোগ করে দিয়েছেন।  

আলেয়া বেগম জানান, এটা আমাদের কল্পনার বাইরে। আমরা ঘর পেয়ে খুব খুশি।

জামালপুরের এই প্রকল্পের আরও ৮০টি ঘর নির্মাণ করা হচ্ছে। যা খুব কম সময়ের মধ্যেই নির্মাণ-কাজ সম্পন্ন করে বিতরণ করা হবে বলে জানান জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।

তিনি বাংলানিউজকে জানান, আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো জামালপুরের ২০০ পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়। বাকি ঘরগুলো দ্রুত নির্মাণ-কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।