ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পথশিশুদের ঈদের পোশাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পথশিশুদের ঈদের পোশাক

ঢাকা: টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত পথশিশুদের নতুন পোশাক উপহার দিয়েছেন শিক্ষার্থীরা। আসন্ন ঈদ আনন্দ পথশিশুদের মধ্যে ভাগাভাগি করে নিতেই তাদের এই উদ্যোগ।

দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি মাসে একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের এই উদ্যোগে ঈদের হাসি ফুটছে শত-শত ছিন্নমূল শিশুদের মুখে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকার ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। যা আসন্ন ঈদ উপলক্ষে দেশজুড়ে বিভিন্নস্থানে পালন করার কথা জানিয়েছে সংগঠনটি।

প্রধান অতিথির উপস্থিতিতে সুবিধাবঞ্চিত পথ শিশুদের হাতে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়। এ সময় লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আশিক রহমান, কেন্দ্রীয় সদস্য সোহরাব উদ্দিন সজীব, ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক তুষার আহমেদ ইমন।

তারা জানান, সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। আগামী ছয় দিনে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবেন তারা।

লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১১ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোশাক উপহার বিতরণ করে আসছেন তারা।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।