ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে চায় শ্রীলঙ্কা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে চায় শ্রীলঙ্কা সুদর্শন সেনেভিরত্নে

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে বলেছেন, শ্রীলঙ্কা বাংলাদেশকে একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়। বিকশিত নতুন বিশ্বায়িত বিশ্বে দুই দেশের একে অপরের সম্পর্কে আরও যত্ন নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে সুদর্শন সেনেভিরত্নের সাম্প্রতিক একটি বক্তৃতা শনিবার (২৩ এপ্রিল) শ্রীলঙ্কার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বক্তৃতায় তিনি বলেছেন, দুটি দেশই সার্ক, বিমসটেক এবং আইওআরএ’তে প্রতিনিধিত্ব করা বৃহত্তর পরিবারের স্টেকহোল্ডার। ঢাকা ও কলম্বোর একসাথে উন্নতি প্রয়োজন। সেজন্য শ্রীলঙ্কা বাংলাদেশের বিনিয়োগ চায়।

শ্রীলঙ্কার হাইকমিশনার বলেন, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর ঘিরে বৈশ্বিক ক্ষমতার বলয়গুলোর গতিশীলতা বেড়েছে। এই অঞ্চলে তাদের সম্পৃক্ততার আকাঙ্ক্ষাও বাড়ছে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমরা এখন একটি তীব্রভাবে বিকশিত প্রতিযোগিতামূলক মনোভাব প্রত্যক্ষ করছি। আর এর ওপর দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। কেননা বিশ্বব্যাপী নিউ লিবারেল রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা এই অঞ্চলে আক্রমণাত্মকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। এটা নিশ্চিতভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য ও সৌহার্দ্যকে পরিবর্তন করতে পারে।

শ্রীলঙ্কার হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আরও ৫০ বছরের বন্ধুত্ব ও সংহতির কামনা করি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বেসরকারি খাতের শিপিং কোম্পানিগুলো সম্প্রতি যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে এবং সরকারি মালিকানাধীন শিপিং করপোরেশনগুলো একসঙ্গে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।