ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরের বৃষ্টিতে জনজীবনে স্বস্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
লক্ষ্মীপুরের বৃষ্টিতে জনজীবনে স্বস্তি 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃষ্টি শুরু হয়।

ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টির কারণে জনজীবনে স্বস্তি নেমে আসে। বৃষ্টি শুরু হওয়ার আগে কয়েক মিনিট ঝড়ো বাতাস হলেও কোনো বজ্রপাত হয়নি।  

এর আগে বৃষ্টিপাত না হওয়ায় গত কয়েকদিন থেকে গরমে অস্থির ছিল লক্ষ্মীপুরের বাসিন্দারা। তীব্র রোদের তাপে বেশ বেগ পেতে হয়েছে কর্মঠ মানুষদের। বৃষ্টির কারণে তাদের মধ্যে প্রশান্তি নেমে আসে।  

এদিকে বৃষ্টির পানি আমসহ মৌসুমি ফল, গাছ এবং বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে সহনীয় হলেও ক্ষেতে থাকা আধাপাকা বোরো ধানের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছে কৃষকরা।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।