ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাল্লায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
শাল্লায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

 

স্হানীয়রা ও পুলিশ জানায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মুকুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁ মারা যান৷ এ সময়  বজ্রপাতে নিহত মুকুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালকের ছেলে তানভীর হোসেন (৭) আহত হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্হানীয় ছাত্রলীগ নেতা জেনাউর শাফি জানান, সকালে কৃষি কাজ করার সময় বজ্রপাতের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই শিশুকে নিয়ে চিকিৎসার জন্য আমি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এসেছি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে বাবা-ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরে আরও বিস্তারিত জানাতে পারবো।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এসজেএ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।