ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে মানুষ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে একটি রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।

রাস্তাটিতে বড় বড় গর্ত ও ঢালাই ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।

রাস্তার কিছু অংশ একেবারেই চলাচলের অনুপযোগী থাকায় এটি দিয়ে ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে থেকে সাইদ নবযুগ গ্রাম পর্যন্ত এ রাস্তায় শতাধিক মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙে গেছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সাইদ মিয়া বলেন, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

ভ্যানচালক সিদ্দিক বেপারী বলেন, এ রাস্তাটি যেন দেখার কেউ নেই। রাতে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার যে অবস্থা হেঁটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কীভাবে মানুষ চলাচল করবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন রাস্তায় কাজও চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটির কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।